ব্রয়লার মুরগির দাম বাড়ছেই
রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার
মুরগির দাম বেড়েই চলেছে।
মাস খানেক আগেও যে ব্রয়লার মুরগি
কেনা যেত বাজারভেদে ১২০
থেকে ১৩০ টাকায়, তা কিনতে এখন
ক্রেতাকে গুনতে হচ্ছে ১৫০ থেকে
১৬০ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং
করপোরেশন অব বাংলাদেশ
(টিসিবি) বলছে, গত এক মাসে দেশে
ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় ২২
শতাংশ।
মুরগির দাম বাড়ার কারণ জানতে
চাইলে কারওয়ান বাজারের
মুরগিবিক্রেতারা বলছেন, তাঁরা
কাপ্তানবাজার থেকে মুরগি কিনে
আনেন। সেখান থেকে বেশি দামে
মুরগি কিনে আনতে হচ্ছে। ফলে
তাঁরাও বেশি দামে তা বিক্রি
করছেন।
Created at 2015-03-17 20:37:31
Back to posts
UNDER MAINTENANCE