XtGem Forum catalog
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
অর্থনীতি সংবাদ

উন্নতির গতি অব্যাহত রাখলে সম্ভাবনা কাজে লাগানো যাবে

রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়ন, শ্রম অধিকারসহ নানা বিষয়ে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতেও উন্নয়নের এই গতি ধরে রাখতে হবে। তবেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ- ফ্রেমিং দ্য ফিউচার: হাই লেভেল কনফারেন্স অন আরএমজি অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে তিনটি পৃথক অধিবেশনে গত দুই বছরে পোশাক খাতের প্রাপ্তি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কীভাবে ভবিষ্যতে রপ্তানি বাজারকে সমৃদ্ধ করা যায়, সেই বিষয়ও উঠে আসে। এ ছাড়া শ্রমিকদের উৎপাদনক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষভাবে জোর দেওয়ার কথা বলেন বক্তারা। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, শ্রম-কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে ডেনমার্ক দূতাবাস এবং ডেনিশ বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রণালয়। বাংলাদেশে তিন দিনের সফরে আসা ডেনিশ বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন সম্মেলনের উদ্বোধন করেন। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আগামী তিন থেকে পাঁচ বছর যৌথভাবে কাজ করবে ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রণালয় ও কর্মস্থল-পরিবেশ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গতকালের সম্মেলনস্থলে উভয় পক্ষের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়। এতে বাংলাদেশের শ্রমসচিব মিকাইল শিপার ও ডেনিস কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী সচিব পিটার স্টেনসগার্দ মোর্চ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। মোনস ইয়েনসেন বলেন, ‘বাংলাদেশ পোশাক খাতে যে ইতিবাচক পরিবর্তন সাধন করেছে, তা অন্য খাতকে উন্নত করতে উৎসাহিত করবে। এ ছাড়া অন্য দেশগুলোর জন্যও এটি একটি উদাহরণ।’ রানা প্লাজা ধসের পর ইতিবাচক অর্জন হিসেবে তিনি শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়নের নিবন্ধন হার বৃদ্ধি, কারখানা পরিদর্শক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস