মনোয়ারা হাকিমের প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি
ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর
মেয়াদি পরিচালনা পর্ষদের
নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন
বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা
হাকিম আলী। তিনি গতকাল শনিবার
তাঁর প্যানেল ঘোষণা করেছেন।
ঢাকার সোনারগাঁও হোটেলে এক
সংবাদ সম্মেলনে মনোয়ারা হাকিম
আলী প্যানেল ঘোষণা করেন। তাঁর
প্যানেলের নাম ‘স্বাধীনতা
ব্যবসায়ী পরিষদ’।
এফবিসিসিআইয়ের নির্বাচনে
চেম্বার ও অ্যাসোসিয়েশন—এ দুই
গ্রুপে পরিচালক পদে নির্বাচন
অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শুধু
চেম্বার গ্রুপের ১৬ প্রার্থীর নাম
ঘোষণা করা হয়েছে।
Created at 2015-05-03 08:34:26
Back to posts
UNDER MAINTENANCE