Teya Salat
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
বিজ্ঞান

আর কয়েকদিনের মধ্যে এদশকেরঅন্ধকারতম সূর্যগ্রহণেরসাক্ষী

আর কয়েকদিনের মধ্যে এদশকেরঅন্ধকারতম সূর্যগ্রহণেরসাক্ষী
আবহাওয়াবিদদের মতে অপেক্ষা আর কয়েকদিনের। আগামী ২০ মার্চ ব্রিটেনের বেশ কিছু অংশ জুড়ে দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার। আবহাওয়াবিদদের মতে এই দিন সূর্যগ্রহণের জন্য ব্রিটেনের কিছু অংশে সূর্যের আলোর ৯৮ শতাংশ এসে পৌঁছবে না। ফলে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। এই রকম সূর্যগ্রহণ এর আগে হয়েছিল ১৯৯৯ সালে। তবে ব্রিটেনের মতো এত প্রকট ভাবে বিশ্বের অন্য অংশে এই সূর্যগ্রহণকে দেখা যাবে না। মাঝে ২০০৬, ২০০৮, ২০১১ সালে সূর্যগ্রহণ হলেও এই দৃশ্য দেখার সৌভাগ্য হয় নি বিশ্ববাসীর। আবহাওয়াবিদরা বলছেন, এই রকম সূর্যগ্রহণ এর পর দেখা যাবে ২০৯০ সালে। তবে এই সূর্যগ্রহণের দিনের আগের রাতে আরেক মহাজাগতিক ভেল্কির সাক্ষী থাকবে বিশ্ব। এদিন চাঁদ ও পৃথিবী পরস্পর নিকটতম দুরত্বে অবস্থান করবে৷ফলে আগের রাতে আকাশ জুড়ে বিশাল আকৃতির চাঁদ দেখতে পাবে পৃথিবীবাসী।
Back to posts
Comments:
[2015-03-10 04:54:07] রুবেল বয় :

এটা কি সত্যি পৃথিবীর
আরেক মহাজাগতিক
ভেল্কির সাক্ষী থাকবে বিশ্বে


UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস