স্থূল নারীদের ক্যানসারের ঝুঁকি
স্থূলকায় বা মোটা নারীদের
ক্যানসারের ঝুঁকি অন্যদের চেয়ে ৪০
শতাংশ বেশি। যুক্তরাজ্যের
ক্যানসার রিসার্চ ইউকে নামের
একটি প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, দেশটির
প্রতি চারজন স্থূলকায় নারীর একজন
ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে
থাকেন। স্থূলকায় নারীদের অন্ত্র,
পিত্তাশয়, জরায়ু, বৃক্ক, খাদ্যনালিরসহ
সাত ধরনের ক্যানসারের ঝুঁকি বেশি।
এ ক্ষেত্রে এক হাজার স্থূল নারীর
স্বাস্থ্য পরীক্ষা করে ২৭৪ জনের
শারীরিক ওজনসংশ্লিষ্ট ক্যানসার
শনাক্ত হতে পারে। অপরদিকে
স্বাভাবিক ওজনের এক হাজার
নারীর মধ্যে ক্যানসার আক্রান্ত
হওয়ার ঝুঁকি ১৯৪ জনের। বিশেষজ্ঞদের
পরামর্শ, ওজন কমানোর মাধ্যমে
স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে
ক্যানসারের ঝুঁকি হ্রাস পেতে
পারে।
Created at 2015-03-17 20:38:58
Back to posts
UNDER MAINTENANCE