সাংবাদিক নাদিয়া 'আন্তর্জাতিক' পুরস্কার পেল
অপরাধবিষয়ক সাংবাদিক ও
নারী অধিকারকর্মী নাদিয়া শারম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের
‘সাহসী আন্তর্জাতিক
নারী’ (ইন্টারন্যাশনাল উইমেন অব
কারেজ অ্যাওয়ার্ড-আইডব্লিউওসি)
পুরস্কার পেয়েছেন।
আজ বৃহস্পতিবার ওয়াশিংটন
ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর
হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ
কথা জানানো হয়।
নাদিয়া শারমিন
বর্তমানে বাংলাদেশের
বেসরকারি টেলিভিশন চ্যানেল
একাত্তর-এ কর্মরত। তিনি দ্বিতীয়
বাংলাদেশি নারী হিসেবে এই
সম্মানজনক পুরস্কার লাভ করলেন। ২০১৩
সালের ৫ মে রাজধানীর
শাপলা চত্বরে হেফাজতে ইসলাম
সমাবেশ করে। সেখানে পেশাগত
দায়িত্ব পালনের সময়
শারমিনকে হেফাজতের একদল
কর্মী লাঞ্ছিত করেন।
আন্তর্জাতিক নারী দিবস
উপলক্ষে ‘আইডব্লিউওসি’ সমাজ
বদলাতে বিশেষ
ভূমিকা রাখা নারীদের
সাহসিকতার জন্য পুরস্কৃত করে থাকে।
সারা বিশ্বের আরও আটজন
নেতৃস্থানীয় নারীর
সঙ্গে শারমিনকে সম্মান
জানানো হয়। পুরস্কার পাওয়া এই
নারীদের মার্কিন ফার্স্ট
লেডি মিশেল ওবামা ও যুক্তরাষ্ট্র
সরকারের বিশিষ্ট ব্যক্তিদের
সঙ্গে দেখা করার কথা।
Created at 2015-03-05 08:09:19
Back to posts
UNDER MAINTENANCE