চক্ষু উৎসর্গ করবেন ‘আরেফিনশুভ’

মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের
মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়
হচ্ছে চোখ। মানুষ মরে যায়।
মরে না কেবল মানুষের
একজোড়া চোখ। কিন্তু নতুন খবর
হচ্ছে, হালের আলোচিত
চিত্রনায়ক আরেফিন শুভ মরণোত্তর
চক্ষুদান করার সিদ্ধান্ত
নিয়েছেন।
এ প্রসঙ্গে শুভ বিডি টুয়েন্টিফোর
লাইভকে বলেন, ‘আমাদের মৃত্যুর পর
তো আর এ চোখের কোন
কাজে আসবে না। কিন্তু আমার
চোখ মৃত্যুর পর অন্য একজনকে দান
করলে সে আমার চোখের
মাধ্যমে এই পৃথিবীর সব কিছু
দেখতে পারবে, উপভোগ
করতে পারবে। আর এর
মাধ্যমে আমি আমার কাজের
বাইরে অনেকদিন
বেঁচে থাকতে পারব, আর
প্রতিটা মানুষের এই
কাজটি করা উচিত
বলে মনে করি।’
শুভ আরও বলেন,
বর্তমানে দুটি ফাউন্ডেশনের
সাথে কথা চলছে। হয়তো তাদের
মধ্যে যেকোন একটিতে চোখ দান
করবো নতুবা আমি এবং আমার
স্ত্রী দু’জনে একটা আই ফাউন্ডেশন
নির্মানের কথা মাথায়
রেখেছি।
উল্লেখ্য, শুভর প্রথম বাণিজ্যিক
চলচ্চিত্র সাফিউদ্দিন
সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য
প্রেম কাহিনী’ মুক্তি পায়। এরপর
ভালবাসা জিন্দাবাদ, অগ্নি,
তারকাঁটা, কিস্তিমাত
মুক্তি পায়।
প্রতিটি চলচ্চিত্রে দর্শকের মন জয়
করেছেন শুভ। তার অভিনীত মুক্তির
অপেক্ষায় থাকা ছবিগুলোর
মধ্যে রয়েছে রয়েছে ওয়ার্নিং’
ও ‘ছুঁয়ে দিলে মন। এছাড়া শুভ
সম্প্রতি বেশ কয়েকটি নতুন
ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
Created at 2015-03-14 23:35:40
Back to posts
UNDER MAINTENANCE