আবারও প্লে-ব্যাগে ’জেমস’

ফারুক মাহফুজ আনাম যিনি জেমস
নামে পরিচিত একজন
বাংলাদেশী জনপ্রিয় রক সঙ্গীত
শিল্পী। তিনি তার ভক্তদের
কাছে গুরু, নগরবাউল নামেও
পরিচিত। তিনি সমগ্র বাংলাদেশ
তথা উপমহাদেশের
সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।
সম্প্রতি এ গুণী শিল্পী আবারও
প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত হয়ে
উঠেছেন । সম্প্রতি ওয়াজেদ আলী
সুমনের 'সুইট হার্ট' ছবির একটি
গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
'আমি আকাশের কাছে জানতে
চাই, কী আমার অপরাধ'_ এমন কথা
নিয়ে সাজানো তার নতুন গানটি
লিখেছেন শফিক তুহিন। সুর ও
সঙ্গীত পরিচালনা করেছেন
গীতিকার নিজেই।
জেমস বলেন, 'গত বছরের শেষদিকে
আমি বেশ কিছু চলচ্চিত্রের গানে
কণ্ঠ দিয়েছি। গানগুলো ইতিমধ্যেই
শ্রোতামহলে বেশ প্রশংসিত
হয়েছে। নতুন এ গানটি নিয়েও
আমি বেশ আশাবাদী। এটি একটি
সফট ঘরানার গান। কথা, সুর-সঙ্গীতও
বেশ চমৎকার। ক'দিন আগে কলের
গান স্টুডিওতে গানটি রেকর্ড
করা হয়েছে।'
জেমস আরও বলেন, 'এর আগে, গত বছর
আমি শফিক তুহিনের কথা, সুর-
সঙ্গীতে 'দেশা : দ্য লিডার'
ছবিতে গান গেয়েছি। গানের
কথাগুলো ছিল দেশপ্রেমের। তবে
এবারের গানটি সেদিক থেকে
একেবারেই ভিন্ন। এটি বিরহের
একটি গান।
এছাড়া জেমস দেশ ও দেশের
গণ্ডী পেরিয়ে বিদেশেও নানা
স্টেগ শো নিয়ে ব্যস্ত সময় পার
করছেন।
নিজস্ব প্রতিবেদকঃ টুয়েন্টিফোর নিউজ ডট মোবি
Created at 2015-03-17 19:14:31
Back to posts
UNDER MAINTENANCE