একটা প্রজন্ম বড় হয়েছে ‘সিসিমপুর’ দেখে
জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান
‘সিসিমপুর’-এ ‘সুমনা’ চরিত্রে নয় বছর
ধরে অভিনয় করছেন রুনা খান।
শুরুতে বিটিভিতে দেখানো
হলেও সম্প্রতি আরটিভিতে প্রতি
শুক্রবার সকাল সোয়া নয়টায়
প্রচারিত হচ্ছে সিসিমপুর। কথা
হলো রুনা খানের সঙ্গে।
শুরুতেই ‘সিসিমপুর’ প্রসঙ্গ...
‘সিসিমপুরে’ আমি শুরু থেকেই কাজ
করছি। সেই ২০০৪ সাল থেকে।
শিশুদের শিক্ষামূলক একটি
ধারাবাহিকে কাজ করে যে এত
সাড়া পাওয়া যায়, তা আমার
জানা ছিল না। আমার মনে হয়,
একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর
দেখতে দেখতে। আমি সেই
প্রজন্মের সঙ্গে আছি, এটা ভেবেই
ভালো লাগছে।
Created at 2015-03-19 16:29:40
Back to posts
UNDER MAINTENANCE