আনুষ্কা শর্মা যে বিজ্ঞাপন করবেন না

বলিউডের অনেক কলাকুশলী হয়তো
ফরসা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন
করায় দু বার ভাবেন না। কিন্তু এ
নিয়ে ব্যতিক্রমী ভাবনার পরিচয়
দিলেন আনুষ্কা শর্মা। গায়ের
চামড়া সাদা করে, তার উজ্জ্বলতা
বাড়ায় বলে দাবি করা ক্রিমের
প্রচারে নারাজ অনুষ্কা। তিনি
কোনদিন এ ধরনের ক্রিমের বিক্রি
বাড়ানোর অভিযানে নিজেকে
শামিল করবেন না বলে
জানিয়েছেন এন এইচ টেন-এর
নায়িকা।
সম্প্রতি এ ব্যাপারে
সাংবাদিকদের কাছে নিজের
মতামত জানিয়ে হালের বহু হিট
ছবির অভিনেত্রী বলেছেন, যেসব
পণ্য বর্ণবিদ্বেষী, যৌনগন্ধী
ধ্যানধারনার প্রচার করে, সামাজিক
গোঁড়ামিকে প্রতিষ্ঠিত করে,
তাদের কখনও সমর্থন নয়। যেসব ক্রিম
মাখলে ফরসা হওয়া যাবে বলে
গ্যারান্টি দেওয়া হয়, তার প্রচারে
থাকব না।
Created at 2015-07-31 04:48:52
Back to posts
UNDER MAINTENANCE