Polaroid
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
আন্তজার্তিক খবর

রিয়াদে খুনেরদায়ে গ্রেফতার দুইপাকিস্তানি

রিয়াদে খুনেরদায়ে গ্রেফতার দুইপাকিস্তানি
সিরিয়াল কিলিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই পাক নাগরিককে গ্রেফতার করল সৌদি আরবের পুলিশ ৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই ভারতীয় ও দুই বাংলাদেশি নাগরিককে খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সৌদি আরবের রিয়াড থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ইল্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন দফতরের ডিরেক্টর জানিয়েছেন, আসাদ জান ও আদাম খান নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলে তারা অপরাধ স্বীকার করেছে ৷ জানা গিয়েছে, রিয়াদের একটি শপিং মলের পিছনে পড়ে থাকা গাড়ি থেকে বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের একাংশের ৷ এরপরেই পুলিশে খবর দেওয়া হলে গাড়িতে তল্লাশি চ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহের গায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন মেলে ৷ এরপরেই তদন্ত শুরু করে এক দুষ্কৃতীর হদিশ পায় পুলিশ ৷ তাকে জেরা করেই অন্য অভিযুক্তদের সন্ধান পাওয়া যায় ৷ পুলিশের কাছে অভিযুক্তরা জানিয়েছে, তাদের একজনের বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল ওই ভারতীয় ৷ এই সম্পর্ক মানতে না পেরেই ভারতীয়কে তারা খুন করে ৷ অভিযুক্তরা জানায়, ভারতীয়কে মরুভূমিতে নিয়ে গিয় দিয়ে আঘাত করে খুন করে তারা ৷ এরপরেই মৃতদেহ কম্বলে মুড়িয়ে গাড়িতে লুকিয়ে ঘটনার এক সপ্তাহ পরে ফের টাকার প্রয়োজন হয় তাদের ৷ সেসময়ই এক বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারক করে তারা ৷ নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে তাকেও খুন করে তারা ৷ এরপর গাড়ির নম্বর প্লেট বদল করে দেয় দুই অভিযুক্ত ৷ একই পদ্ধতিতে তারা আরও এক ভারতীয় ও বাংলাদেশিকে খুন করে তাদের গাড়ি হাতিয়ে নেয় বলেই অভিযোগ ৷ অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে তল্লাশি চালিয়ে চা ও গাড়িগুলি উদ্ধার করেছে পুলিশ ৷
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস