নিজেদেরই ১৩ জনকে হত্যা করলো আইএসআইএল

ইরাকের উত্তরাঞ্চলীয় তেল-
সমৃদ্ধ কিরকুক প্রদেশে
নিজেদের ১৩ জনকে হত্যা
করেছে তাকফিরি সন্ত্রাসী
গোষ্ঠী আইএসআইএল। তারা
আত্মসমর্পনের জন্য কুর্দি
‘পিশমার্গা’ বাহিনীর সঙ্গে
যোগাযোগ করেছিল বলে
অভিযোগ আনা হয়েছে।
‘পিশমার্গা’ বাহিনীর একটি
সূত্রও তাদের সঙ্গে ওই সব
গেরিলার যোগাযোগের
বিষয়টি স্বীকার করেছে।
ইরাকের আল-সুমারিয়া
স্যাটেলাইট টিভি চ্যানেল এ
তথ্য জানিয়েছে। এ পর্যন্ত
কিরকুক এলাকায় আইএসআইএলের
১০ জনের বেশি সদস্য আত্মসমর্পন
করেছে বলে ‘পিশমার্গা’-র ওই
সূত্রটি দাবি করেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি
আইএসআইএল ‘তাল আফার’ শহরে
তাদের ২৩ জন সদস্যকে হত্যা
করেছে। কুর্দি সেনাদের
সঙ্গে সংঘর্ষ থেকে পালিয়ে
আসার পর তাদের হত্যা করা হয়।
এর আগের দিনও কুর্দি
সেনাদের সঙ্গে সংঘর্ষে
হেরে যাওয়ার কারণে হত্যা
করা হয় আইএসআইএলের আরও ১৩ জন
সদস্যকে।
Created at 2015-03-19 16:47:18
Back to posts
UNDER MAINTENANCE