XtGem Forum catalog
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
খেলা আপডেট

থেমে গেল বাংলাদেশের স্বপ্নযাত্রা

ম্যাচটা শেষ হলো রাত দশটা বিশে। সেটি আনুষ্ঠানিক সমাপ্তি। কিন্তু কেউ যদি বলে, এই ম্যাচের ফলাফল লেখা হয়ে গেছে আরও অনেক আগেই, তা একদমই ভুল হবে না। ভারত তিন শ পেরিয়ে যাওয়ার পর তো অবশ্যই। তিন শ রান তাড়া করাটা ছেলেখেলা হয়ে যাওয়ার যুগেও এমসিজিতে এখনো এই ঘটনা ঘটেনি। বাংলাদেশ প্রথমবারের মতো তা করে ফেলবে, এটা ভেবে থাকলে বলতে হবে, আপনি বড় বেশি আশাবাদী মানুষ। তবে ভারত তিন শ করে ফেলারও ঘণ্টা খানেক আগেই তো আসলে এই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে। কোনো খেলোয়াড় নন, যা লিখে দিয়েছেন দুই আম্পায়ার। নইলে তো ভারতের তিন শই হয় না। ভারতীয় ইনিংসের ৪০তম ওভারে রুবেলের যে বলটিকে উচ্চতার কারণে ‘নো’ ডাকলেন ইয়ান গোল্ড, সেটি বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে থাকবে। ভদ্রতা করে ‘বিতর্কিত’ না বলে ‘অবিশ্বাস্য ভুল’ বলা উচিত। অনেকে অবশ্য এটাও বেশি ভদ্র হয়ে গেল ভেবে ‘দিনে-দুপুরে ডাকাতি’ বলে ফেলছেন। নো-বল ডেকেছেন ইয়ান গোল্ড। তবে উচ্চতার কারণে নো ডাকা হবে কি হবে না, এটি আসলে স্কয়ার লেগ আম্পায়ারের সিদ্ধান্ত। গোল্ড হাত প্রসারিত করেছেন স্কয়ার লেগ থেকে আলিম দারের ইশারা পেয়েই। হতভম্ব বাংলাদেশের তখন রিভিউ নেওয়ারও সুযোগ নেই। বিশ্বকাপে প্রতি ইনিংসে রিভিউ নিয়ে একবার বিফল হলেই সব শেষ। সুরেশ রায়নার বিপক্ষে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ার পর মাশরাফি তা নিয়ে ফেলেছেন।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস