সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে
তিউনিসিয়ার প্রেসিডেন্ট
বেইজি সাইদ এসেবসি
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ’
চালানোর ঘোষণা দিয়েছেন।
গত বুধবার রাজধানী তিউনিসের
বারদো জাদুঘরে বন্দুকধারীদের
গুলিতে অন্তত ২৩ জন বিদেশি
পর্যটক এবং দুজন তিউনিসীয় নিহত
হওয়ার পর প্রেসিডেন্ট এ ঘোষণা
দিলেন। খবর বিবিসি ও এএফপির।
হামলার নিন্দা জানানোর
পাশাপাশি জাতিসংঘ,
ইউরোপীয় ইউনিয়নসহ
বিশ্বনেতারা সন্ত্রাসবাদের
বিরুদ্ধে যুদ্ধে তিউনিসিয়ার
প্রতি সমর্থন জানিয়েছেন। এ
ছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে গতকাল
চারজনকে গ্রেপ্তার করা হয়েছে
বলে তিউনিসিয়ার
প্রেসিডেন্টের কার্যালয় থেকে
জানানো হয়েছে।
এদিকে ইরাক-সিরিয়ার জঙ্গি
সংগঠন ইসলামিক স্টেট (আইএস)
গতকাল বলেছে, তারাই
তিউনিসে হামলা চালিয়েছে।
এক অডিও বার্তায় তারা এতে
অংশ নেওয়া ‘খিলাফতের
বীরদের’ প্রশংসা করেছে। এক
বিবৃতিতে আইএস বলেছে, হামলায়
অংশ নেওয়া দুজনের নাম আবু
জাকারিয়া আল তিউনিসি ও আবু
আনাস আল তিউনিসি বলে দাবি
করা হয়।
ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে
আটক করা হয়েছে। নিরাপত্তার
জন্য প্রধান শহরগুলোতে
সেনাবাহিনী মোতায়েন করা
হবে।
প্রেসিডেন্ট এসেবসি বলেন,
‘আমাদের শেষনিঃশ্বাস’ থাকা
পর্যন্ত তিউনিসিয়া লড়াই করে
যাবে। রাষ্ট্রীয় টেলিভিশনে
সম্প্রচার করা ভাষণে তিনি
বলেন, ‘আমি চাই তিউনিসিয়ার
জনগণ এটা বুঝুক যে আমরা
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই
করার পরিস্থিতিতে রয়েছি। বর্বর
এই সংখ্যালঘুরা আমাদের
ভীতসন্ত্রস্ত করতে পারে না।
শেষনিঃশ্বাস থাকা পর্যন্ত
নির্মম যুদ্ধ চালাব আমরা।’
প্রাচীন পুরাকীর্তির সমৃদ্ধ
সংগ্রহের জন্য বিখ্যাত বারদো
জাদুঘরের ওই হামলার ঘটনায় পুলিশ
দুজন অস্ত্রধারীকে হত্যা করে।
প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেন,
বন্দুকধারীরা সামরিক পোশাক
পরা ছিল। তারা ওই জাদুঘরে ঢুকে
বিদেশি পর্যটকসহ দর্শকদের ওপর
গুলি চালায়।
Created at 2015-03-19 16:36:02
Back to posts
UNDER MAINTENANCE