
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি করপোরেশন নির্বাচনে
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-
বাছাই গতকাল বৃহস্পতিবার শেষ
হয়েছে। আর যাচাই বাছাই শেষে
যে সব মেয়র, সাধারণ কাউন্সিলর ও
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে
যে সব প্রার্থী মনোনয়ন বৈধ
হয়েছে তাদের তালিকা প্রকাশ
করেছে সংশ্লিষ্ট সিটি
কর্পোরেশনের রিটার্নিং
কর্মকর্তা।
আজ শুক্রবার এ তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিসিসি দক্ষিণের
জন্য রিটানিং কর্মকর্তার
অস্থায়ী কার্যলয় মহানগর
নাট্যমঞ্চে তালিকা প্রকাশ
করেন মিহির সরওয়ার মোর্শেদ।
এদিকে ডিসিসি উত্তরের জন্য
রাজধানীর আগওগাঁওয়ে এ
তালিকা প্রকাশ করেছেন উত্তর
সিটি কর্পোরেশনের
রিটার্নিং কর্মকর্তা মো. শাহ
আলম। আর এ তালিকা দেখতে
সেখানে প্রার্থীসহ তাদের
সমর্থকদের ভিড় পরিলক্ষিত
হয়েছে। আগামীকাল শনিবার
আপিলকৃত প্রার্থীদের শুনানী
অনুষ্ঠিত হবে।
তালিকা অনুয়ায়ী শেষ পর্যন্ত
মেয়র পদে মোট ৪২ জন, সাধারণ
আসনের কাউন্সিলর পদে ৯৭৯ ও
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে
২৩৫ জনের প্রার্থিতা চূড়ান্ত
হয়েছে।
মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকা
উত্তরে ১৯ জন ও দক্ষিণে ২৩ জন।
কাউন্সিলর পদে ঢাকা উত্তরের
৩৬টি ওয়ার্ডে ৪৪৬ জন বৈধ ও ৪৭
জনের মনোনয়ন বাতিল করা
হয়েছে। ঢাকা উত্তরের ১২টি
সংরক্ষিত আসনে বৈধ প্রার্থীর
সংখ্যা ১১৩ জন। অবৈধ হিসেবে
বাতিল করা হয়েছে ২২ জনের
মনোনয়ন।
ঢাকা দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে
সাধারণ আসনের কাউন্সিলর পদে
বৈধ প্রার্থীর সংখ্যা
দাঁড়িয়েছে ৫৩৩ জন। অবৈধ
হিসেবে বাতিল করা হয়েছে
১০৩ জনের মনোনয়নপত্র। ঢাকা
দক্ষিণের ১৯টি সংরক্ষিত আসনের
কাউন্সিলর পদে বৈধ প্রার্থীর
সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জন। আর
অবৈধ হিসেবে ৩১ জনের
মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই নির্বাচনের সংশ্লিষ্ট দুই
রিটার্নিং কর্মকর্তা যাচাই-
বাছাই করে এসব প্রার্থীর
প্রার্থিতা বাতিলের ঘোষণা
দেন। মামলা, খেলাপি ঋণ,
বকেয়া বিল, তথ্য গোপন করা,
আয়কর সনদ দিতে না পারা প্রভৃতি
কারণে এঁদের প্রার্থিতা বাতিল
করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী
আগামী ৯ এপ্রিল পর্যন্ত
প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ
রয়েছে। তার পরই জানা যাবে, ২৮
এপ্রিল অনুষ্ঠেয় এই দুটি সিটি
করপোরেশন নির্বাচনে চূড়ান্ত
প্রার্থীসংখ্যা।
UNDER MAINTENANCE