
তিন সিটি করপোরেশন
নির্বাচনে দীর্ঘ ৪১ দিনের
অপেক্ষা যেন মাত্র সাড়ে ৪
ঘন্টাতেই শেষ হয়ে গেল। আজ
মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা সিটির
উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটিতে
ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুপুর সাড়ে
১২টার দিকে নির্বাচনের প্রধান
বিরোধী দল বিএনপি সিটি
নির্বাচন থেকে সরে দাঁড়ালে
ভোটের আমেজ যেন একদমই শেষ হয়ে
যায়। আর এতেই টানা ৪১ দিনের
নির্বাচনী আমেজ মাত্র সাড়ে ৪
ঘন্টাতেই যেন থমকে যায়।
সকাল ৮টায় তিন সিটিতে ভোট
গ্রহণ শুরুর কিছুক্ষণ পর থেকেই বিএনপি
সমর্থিত প্রার্থী এবং জাতীয়
পাটি সমর্থিত প্রার্থীসহ আরো বেশ
কিছু সতন্ত্র প্রার্থীরা নির্বাচনে
আওয়ামীলীগের একতরফা দখল-
দারিত্বের অভিযোগ করতে থাকে।
বিএনপি সমর্থিত প্রার্থীরা
অভিযোগ করে তাদের পোলিং
এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া
হচ্ছে না, মারধর করা হচ্ছে এবং
আওয়ামী সমর্থিতরা ব্যালটে
একচেটিয়া সিল মারছে এরকম নানা
অভিযোগ করতে থাকে।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন
অভিযোগ করে বেলা ১১টা ২০
মিনিটের দিকে চট্টগাম সিটি
নির্বাচন বর্জনের ঘোষণা দেন
বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম
এরপর এই সকল অভিযোগসহ আরো কিছু
অভিযোগ দাঁড় করিয়ে দুপুর সাড়ে
১২টার দিকে বিএনপির কেন্দ্রীয়
কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
ঢাকার দু-সিটি থেকেও দলের পক্ষ
থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন
বিএনপির সিনিয়র নেতা
ব্যারিষ্টার মওদুদ আহমেদ। এসময়
সংবাদ সম্মেলনে মওদুদের পাশেই
উপস্থিত ছিলেন ঢাকা দু’সিটির
মেয়র প্রার্থী মির্জা আব্বাসের
স্ত্রী এবং তাবিথ আউয়াল।
এদিকে সংবাদ সম্মেলনে এই
ঘোষনা দেয়ার সাথে সাথেই যেন
সিটি নির্বাচনের পরিবেশ পাল্টে
যায়, নির্বাচনের আমেজ যেন এক
প্রকার ম্রিয়মান হয়ে যায়। অনেক
সংবাদ কর্মীকেও এই ঘোষনার পর আর
নির্বাচনের সংবাদ কাভার না
করে অফিসে ফিরে যেতেও দেখা
যায়। এবং সর্বপরি এরই সাথেই যেন
অনেকটা শেষ হয়ে যায় গত ১৮ মার্চ
সিটি নির্বাচনের তফসিল
ঘোষণার পর টানা ৪১ দিনের
নির্বাচনী আমেজ।
UNDER MAINTENANCE