খালেদা জিয়া পরাজিত হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন

বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া
রাজনৈতিকভাবে পরাজিত হয়ে
ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন
বলে মন্তব্য করেছেন আওয়ামী
লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক
মাহবুব-উল-আলম হানিফ।
বোমা হামলা করে দেশের
নিরীহ মানুষকে হত্যা করে তিনি
তার লক্ষ্যে পৌঁছতে পারবেন না
উল্লেখ করে হানিফ বলেন, বোমা
হামলার দায় স্বীকার করে ক্ষমা
চাইলে দেশের মানুষ তাকে
(খালেদা) ক্ষমা করলেও করতে
পারে।
আজ সোমবার বিকেলে
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা
মহানগর আওয়ামী লীগের বর্ধিত
সভায় প্রধান অতিথির বক্তব্যে
হানিফ এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের
সভাপতি এম এ আজিজের
সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত
সভায় বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং
ঢাকা মহানগর আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
এডভোকেট কামরুল ইসলাম এমপি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন ঢাকা মহানগর আওয়ামী
লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী,
যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী
মোহাম্মদ সেলিম এমপি,
সাংগঠনিক সম্পাদক শাহে আলম
মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক
আব্দুল হক সবুজ প্রমূখ।
মাহবুব-আলম-হানিফ বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে সকল অশুভ শক্তিকে
প্রতিহত করে দেশকে উন্নয়নের
দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এটাই হবে জাতির পিতার ৯৫তম
জন্মবার্ষিকীর শপথ।
এডভোকেট কামরুল ইসলাম বলেন,
বেগম খালেদা জিয়া এমনভাবে
জঙ্গীদের হাতে জিম্মি হয়ে
আছেন যে তিনি আর তাদের
ছেড়ে বের হয়ে আসতে পারবেন
না।
তিনি বলেন, খালেদা জিয়া
জঙ্গীদের সঙ্গ ত্যাগ করে বের
হতে চাইলে তারাই তাকে হত্যা
করবে। সেজন্য তিনি তার
নিরাপত্তা নিয়ে এত বেশি
উদ্বিগ্ন।
Created at 2015-03-16 06:10:07
Back to posts
UNDER MAINTENANCE