XtGem Forum catalog
auntimnews
Musicপ্রচ্ছদরাজনীতিপরিবেশঅর্থনীতি আন্তজার্তিকবিজ্ঞানপ্রযুক্তিখেলাশিক্ষা বিনোদনস্বাস্থ্যশিল্প ও সাহিত্যলাইফস্টাইলফটো গ্যালারিরেজাল্ট
রাজনীতির খবর

প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় সালাহউদ্দিনের স্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় সালাহউদ্দিনের স্ত্রী
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন বলে জনিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে এটা নিশ্চিত। রাত্রে ওখানে ছেলেরা খেলা করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে এটি আশপাশের লোকেরা দেখেছে। জনসমক্ষে এরকম একজন মানুষকে তুলে নিয়ে যাবে এবং পরে তা অস্বীকার করবে- এতে আমরা হতাশ।’ গাইবান্ধার চরে সালাহউদ্দিনকে খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি নিজ থেকে কোথাও গেলে আমার সঙ্গে যোগাযোগ হতো। এভাবে মানুষকে ধোঁকা দেয়া ঠিক না।’ এ সময় সেখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব:) মাহবুবুর রহমান বলেন, 'সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী যদি না পারে তাহলে সরকারের এফবিআইয়ের সহায়তা নেয়া উচিত।'
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
facebook sign up
PicsArt 1427045106772 2PicsArt 1427045106772 3Images 2ডাউনলোড ২৪নিউজ অ্যাপস