শেখ হাসিনা বুলেটে ভয় পায় না: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগ সভানেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজনীতিতে বুলেটের ভয় পায়
না বলে মন্তব্য করেছেন আওয়ামী
লীগের সভাপতিমন্ডলীর সদস্য
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শুক্রবার বিকেলে শেরপুরের
নালিতাবাড়ী উপজেলা
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক
সম্মেলন উপলক্ষ্যে প্রধান অতিথির
বক্তেব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন,
রাজনীতিতে শেখ হাসিনা
বুলেটের ভয় পায় না। তাকে
হত্যার জন্য ২১শে আগষ্ট গ্রেনেড
হামলা করা হয়েছিল। ঐ হামলায়
তিনি প্রানে বেঁচে গেলেও এক
কানে এখনও শুনতে পান না। এর
পরেও তিনি দেশের জন্য নিরলস
ভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি আরও বলেন,
স্বাধীনতার পর দেশ যখন এগিয়ে
যাচ্ছিল তখন মুক্তিযুদ্ধের পরাজিত
শক্তি ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট
বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা
করে। এরপর শেখ হাসিনার সরকার
ক্ষমতায় এসে বাংলার মানুষের
মুখে হাসি ফুটায়। দেশ এখন খাদ্যে
স্বয়ং সম্পূর্ন হয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউল হক
মাষ্টারের সভাপতিত্বে এসময়
আরো বক্তব্য রাখেন, বস্র ও পাট
প্রতিমন্ত্রী মির্জা আজম, জাতীয়
সংসদের হুইপ আতিউর রহমান আতিক,
আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার
সম্পাদক অসিম কুমার উকিল,
শেরপুর-৩ আসনের এমপি একেএম
ফজলুল হক চান, শেরপুর সদর উপজেলা
চেয়ারম্যান ছানোয়ার হোসেন
ছানু, জেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক
ফেরদৌসী প্রমুখ।
Created at 2015-04-03 05:44:07
Back to posts
UNDER MAINTENANCE