আবারও রাজনৈতিক অস্থিরতার দিকে দেশ, বড় ক্ষতির আশঙ্কা
৫ জানুয়ারির নির্বাচনকে
কেন্দ্র করে দেশের রাজনৈতিক
অস্থিরতা ও সহিংসতায় জীবন
হারিয়েছেন অনেকে। তেমনি গত
২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি
নির্বাচনকে কেন্দ্র করে আবারও
রাজনৈতিক অস্থিরতার দিকে
এগুচ্ছে দেশ। খুব শিগগিরই দেশের
বড় রাজনৈতিক দলগুলো
আলোচনার মাধ্যমে এই সমস্যার
সমাধান না করলে বাঙালী
জাতি বড় ধরণের ক্ষতির সম্মূখীন
হবে বলে মনে করছেন দেশের
বিশিষ্টজনরা।
বিশিষ্টজনরা বলছেন- দেশের
মানুষ আশা করেছিল, ৫
জানুয়ারির নির্বাচন নিয়ে
দেশে যে রাজনৈতিক সংকট
তৈরী হয়েছিল, সিটি
নির্বাচনের মাধ্যমে তার অবসান
ঘটবে। কিন্তু সেটা না হয়ে
সমস্যাটা আরো ঘনীভূত হয়েছে।
এভাবে চলতে থাকলে এক সময় দেশ
গভীর সংঙ্কটের সম্মূখীন হবে।
দেশের বর্তমান সংঙ্কট নিরসনে
সরকার ও নির্বাচন কমিশনকে
উদ্যোগ নিতে হবে। এবং তারা
উভয়ে যে নীতি অবলম্বন করছেন,
সে নীতি থেকে সরে আসতে
হবে। মানুষের ভোটের অধিকার
নিশ্চিত করতে হবে। অন্যথায়
সুনিশ্চিত করে বলা যায়
ভবিষ্যতে দেশ আবারও সহিংসতার
দিকে যাবে। যা দেশের বড়
ধরণের ক্ষতির কারণ হতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের
শিক্ষক ও আন্তর্জাতিক রাজনীতি-
বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ
আহমেদ বিডি টুয়েন্টিফোর লাইভ
ডটকমকে বলেন, মানুষ আশা
করেছিল সিটি নির্বাচনের
মাধ্যমে দেশের রাজনৈতিক
সংঙ্কটের সমাধান হবে। কিন্তু
সেটি না হয়ে সংঙ্কট আরো
ঘণীভূত হয়েছে। সরকারের এ ধরণের
আচরণ বারবার জনগণ সহ্য করবে না।
এর অবসান একদিন ঘটবেই।
তাছাড়াও রাজনৈতিক এই সংঙ্কট
থেকে বেরিয়ে আসতে সরকাকেই
এগিয়ে আসতে হবে। গনতান্ত্রিক
ধারা অব্যাহত না থাকলে সংঙ্কট
নিরসন হবে না।
Created at 2015-05-04 17:41:12
Back to posts
UNDER MAINTENANCE