শনিবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

আগামীকাল শনিবার
সারাদেশে বিক্ষোভ মিছিল
করবে ছাত্রদল। রাজধানীর
যাত্রাবাড়ীতে গাড়ি
পোড়ানোর ঘটনায় বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার
বিরুদ্ধে চার্জশিট দেয়ার
প্রতিবাদে তার এ বিক্ষোভ
কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আগামীকাল দেশের প্রতিটি
জেলা, উপজেলা ও মহানগরীতে
এ কর্মসূচি পালিত হবে। গণমাধ্যমে
পাঠানো যুবদলের দপ্তর সম্পাদক
কাজী রফিক স্বাক্ষরিত এক
বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা
হয়।
বিবৃতিতে বলা হয়, খালেদা
জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের
বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট
দাখিলের প্রতিবাদে শনিবার
সারা দেশে বিক্ষোভ সমাবেশ
করবে যুবদল।
Created at 2015-05-08 07:37:20
Back to posts
UNDER MAINTENANCE