যে ১০টি খাদ্য রাতে খাওয়া উচিৎ নয়

বিছানায় যাবার আগে অনেকেই
সন্তোষজনক খাবার
খেয়ে যেতে আগ্রহী। রাতের
খাবারের পাশাপাশি বিভিন্ন
ধরনের স্ন্যাক খাওয়ারও অভ্যাস
রয়েছে অনেকের। রাতের খাবার
খাওয়ার সাথে সাথেই
বিছানায় যাওয়া ঠিক নয়।
বিজ্ঞানী ও স্বাস্থ্য গবেষকদের
মতে, রাতে কিছু তুচ্ছ খাবার
রয়েছে যা খেয়ে শরীরের
বিভিন্ন সমস্যা হতে পারে। তাই,
স্বাস্থ্যের জন্য
আত্মঘাতী খাবারগুলো সম্পর্কে আ
জানানো হল-
১. পনির:
পনির শরীরকে মোটা করার জন্য
যথেষ্ট। তাই, পনিরকে খুব
সংযতভাবে খাওয়া উচিৎ।
অনেকেই পনির পেলে খেতেই
থাকেন। কিন্তু, পনির হৃদরোগের
ঝুঁকি বাড়ায়। এছাড়াও
শরীরে উচ্চমাত্রায় চর্বি ও
কোলেস্টেরল বৃদ্ধি করে।
২. চিত্রাস:
অতিরিক্ত ফল
খেলে শরীরে গ্যাসের সৃষ্টি হয়
এবং হজম ক্ষমতায় বিভিন্ন বিঘ্ন
বাঁধে। যদি রাতে ফল খেতেই হয়,
তাহলে এক কাপের বেশী ফল
খাবেন না।
৩. মসলাযুক্ত খাবার:
অতিরিক্ত মসলাদ্বার খাবারের
জন্য আপনার জ্ঞান লোপ
পেতে পারে। এছাড়াও ঝালযুক্ত
খাবারের
ফলে বুকে জ্বালা করে এবং মাঝ
উপক্রম হয়। রাতে শোবার
আগে অবশ্যই কেউ পেটে ব্যথায়
ভুগতে চাইবে না।
৪. ফ্যাটযুক্ত খাবার:
পিজা, বার্গার, আলুর চিপস
ইত্যাদি খেতে অনেক মজাদার
হলেও এগুলো আপনার স্বাস্থ্যের
জন্য ভালো নয়। বিশেষ
করে রাতে এগুলা না খাওয়াই
ভালো। এসব খাদ্যের ফলে আপনার
পরিপাকক্রিয়াতে সমস্যা হবার
সাথে সাথে আপনার ওজন ও
বৃদ্ধি পাবে। পরের দিন
সকালে আপনার অবশ্যই অনেক
খারাপ
লাগবে এবং সারাদিনের কাজ
সম্পাদনের জন্য জরুরী শক্তি আপনার
মধ্যে থাকবেনা।
৫. মাংস:
মাংস খুব তাড়াতাড়ি হজম হয় না।
এর জন্যই রাতে মাংস
খাওয়া একদমই ঠিক নয়। মাংস
খাবার পর পরই
যদি আপনি ঘুমাতে চলে যান,
তাহলে আপনার ঘুম
আসতে দেরি হবে।
৬. জাঙ্ক খাবার:
চিপস, ভুট্টা, ভাঁজাপোড়া খাবার
ও বিভিন্ন খাবার বাহির
থেকে এনে খাবেন না।
এতে আপনার কোন উপকার
তো হবেই না, আরও শারীরিক
সমস্যা দেখা দিবে। এতে আপনার
ঘুমে সমস্যা হবে ও ওজন
বৃদ্ধি পাবে।
৭. মিষ্টিজাতীয় খাবার:
আইসক্রিম, চকলেট, ক্যান্ডি বার
ইত্যাদি খাওয়ার পর
খেলে তা আপনার খাদ্য
হজমে সাহায্য করবে। কিন্তু এতেও
রয়েছে ফ্যাট। তাই, ঘুমানোর
আগে অবশ্যই ফ্যাটযুক্ত কোন খাবার
খাবেন না।
ঘুমাতে যাবার অন্তত ২০ মিনিট
আগে সকল প্রকার খাবার
খাওয়া বন্ধ করতে হবে।
রাতে খাওয়ার পর পরই বিছানায়
যাবার অনেকের বদ-অভ্যাস
রয়েছে। এই কাজটি ভুলেও করবেন
না। খাবার পর অন্তত ১৫ মিনিট
হাঁটুন। বিছানায় যাবার
আগে খাওয়ার অভ্যাস পরিত্যাগ
করুন।
সাধারন প্রতিবেদক : মোঃ রিয়াদ হোসেন।
Created at 2015-03-04 20:43:34
Back to posts
UNDER MAINTENANCE