রোব ও মঙ্গলবারেরএসএসসি পরীক্ষা স্থগিত

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয়
জোটের ডাকা হরতালের
কারণে আগামীকাল রোববার ও
আগামী মঙ্গলবারের এসএসসি ও
সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর মধ্যে আগামীকালের
পরীক্ষাটি হবে ১৪ মার্চ। আর
মঙ্গলবারের পরীক্ষার তারিখ
পরে জানানো হবে।
অন্যদিকে হরতালের কারণে স্থগিত
করা ১২ ফেব্রুয়ারির পরীক্ষার নতুন
তারিখ ধার্য করা হয়েছে ১৩ মার্চ। আজ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
রাজধানীতে তাঁর
সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ
সম্মেলনে এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, আগামীকাল
অনুষ্ঠেয় ‘সৃজনশীল মেধা অন্বেষণ’
উপলক্ষে রাজধানীতে যে শোভাযাত্র
কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।
ইতিমধ্যে হরতালের কারণে ১২ দিনের
এসএসসি ও সমমানের
পরীক্ষা পেছানো হলো।
Created at 2015-02-28 03:55:36
Back to posts
UNDER MAINTENANCE